নজর কাড়ছে এবং প্রশংসা কুড়াচ্ছে বহির্বিশ্বের চলচ্চিত্রপ্রেমী এবং প্রবাসী দর্শকদের ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। আগামী ৭ জুলাই লন্ডনের ইস্টহামে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। এরপর ৯ জুলাই উঠবে পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলের জেনেসিস সিনেমা হলে। ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন বাপ্পি।
পরীমনি বলেন, খবরটি শোনার পর অনেকটাই উচ্ছ্বসিত আমি। একজন শিল্পীর অস্তিত্ব হলো তার শিল্প। সে জায়গা থেকে ভালোকিছুর প্রত্যাশা তো আমার আকাশছোঁয়া। ছবির অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার।
Read More News
রোমান্টিক ও অ্যাকশন গল্পে ‘কত স্বপ্ন কত আশা’ নির্মাণ হয়েছে। ছবিটিতে আরও অভিনয় করছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।