কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাত থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আজ শনিবার সকালেও অভিযান অব্যাহত আছে।
ওই বাড়ি থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে দুই শিশু রয়েছে। এ ছাড়া সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে নব্য জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া রয়েছেন।
Read More News
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কয়েকদিন আগে ভেড়ামারা পৌরসভার বামনপাড়ার তালতলার মাসুদের স্ত্রী নাসিমার বাড়ি ভাড়া নেয় সন্দেহভাজনরা। বাড়িটিতে জঙ্গি আছে সন্দেহে গতকাল শুক্রবার গভীর রাত থেকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাতেই বাড়ি থেকে দুই শিশুসহ তিন নারীকে আটক করা হয়। এ সময় দুটি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।