চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে রেললাইনের ওপর পড়ার পর সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকালে পাহাড় ধসে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেললাইন থেকে মাটি সরানোর কাজ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মাটি সরিয়ে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভানুগাছ স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ এবং শসসেরনগর স্টেশনে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ আটকা পড়ে।
Read More News
রেলওয়ের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী রেনু মিয়া জানান, বৃষ্টির কারণে রেল লাইনের ওপর থাকা মাটি সরানোর কাজ দেরি হয়।