স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে একটি সাদা ভ্যানগাড়ি মুসল্লিদের চাপা দেয়। তখন মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন।
লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর হামলাকারী ওই চালক চিৎকার করে বলেন, সব মুসলমানকে খুন করব। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
Read More News
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ওই গাড়িচালককে আটক করে ঘটনাস্থলে থাকা লোকজন। তখন তিনি চিৎকার করে ওই কথা বলছিলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হামলার সময় স্থানীয় এক নারী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’
একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাঁকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি।