সুইডেন সফর শেষে দেশে ফিরেছেন ‘প্রধানমন্ত্রী’

সুইডেনে তিনদিনের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোকভেনের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি পৃথকভাবে সুইডেনের উপপ্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত স্পিকার, বিচার ও অভিবাসনমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Read More News

সফরকালে সুইডিশ বিভিন্ন কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *