বাংলাদেশের সঙ্গে পাল্লা না দিতে পেরে ইতিমধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দল বিদায় নিয়েছে। এদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। উভয় দল একটি ম্যাচে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির এই আসর থেকে বিরাট কোহলি নয়ত এবি ডি ভিলিয়ার্সের দলের বিদায় নিশ্চিত। এই দুটি ক্রিকেট পরাশক্তির একদলের বিদায় মঞ্চস্থ হবে আজ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ও জাসপ্রিত বুমরাহ।
Read More News
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ইমরান তাহির।