যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন ব্রিজ ও নিকটবর্তী বরো মার্কেটে তিন হামলাকারীর দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পাকিস্তান বংশোদ্ভূত।
গত শনিবার রাত ১০টার দিকে লন্ডনে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীদের গাড়িচাপা ও ছুরির আঘাতে নিহত হন সাতজন। আহত হন কমপক্ষে ৪৮ জন। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী।
পুলিশ জানায়, তারা দুই হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পেরেছে। তাদের একজনের নাম খুরাম বাট (২৭)। সে পাকিস্তান বংশোদ্ভূত। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই৫-এর কাছে পরিচিত মুখ ছিল খুরাম। তবে সে এ হামলা করতে পারে, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না ।
Read More News
অপর একজন হামলাকারীর নাম রশিদ রেদওয়ান (৩০) বলে জানিয়েছে পুলিশ। সে মরক্কো-লিবীয় বংশোদ্ভূত বলে দাবি করা হচ্ছে। খুরাম ও রশিদ দুজনই লন্ডনের বার্কিংহ্যাম এলাকার বাসিন্দা।
এদিকে সেদিনের হামলার জের ধরে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাত নারী ও পাঁচ পুরুষ রয়েছে।