যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউরোপের সবচেয়ে বড় অ্যারেনায় গাইতে এসেছিলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। সোমবার রাতে অনুষ্ঠিত ওই কনসার্টে গান গেয়ে যেই মঞ্চ ত্যাগ করেছেন আরিয়ানা, তখনই বিকট শব্দে বিস্ফোরিত হলো একটি বোমা। একটুর জন্য প্রাণে বাঁচলেন তিনি। তবে তাঁর সেই কনসার্টে ততক্ষণে নিহত হয়েছে ২৫ জন। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।
হামলার ঘটনায় প্রাণে বাঁচলেও, মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন আরিয়ানা। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ভেঙে পড়েছি। আমার হৃদয় থেকে আমি অনেক দুঃখিত। ভাষায় প্রকাশ করতে পারছি না।
Read More News
বিভিন্ন কনসার্টে অংশ নিতে ইউরোপ সফরে এসেছিলেন আরিয়ানা। এরমধ্যেই তিনি বার্মিংহাম ও ডাবলিনে গান গেয়েছেন। এ ছাড়া আগামী বুধ ও বৃহস্পতিবার লন্ডনে তাঁর গান গাওয়ার কথা ছিল।