সিলেট-সুনামগঞ্জ সড়কের লালারগাঁও নামক স্থানে বাসের চাপায় পূর্বান বিবি (৫০) নামের এক মহিলার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পূর্বনা বিবি লালারগাঁও ইউনিয়ের মৃত গেদা মিয়ার স্ত্রী। নিহত পূর্বান বিবি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, নিহত পূর্বান বিবি নিজ বাড়ী থেকে মেয়ের বাড়ীতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস (সিলেট ব-৫৬১৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি কিছু সময়ের জন্য সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল দত্ত জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।