সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযানে ৪ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় আতিয়া মহলে পরিচালিত ‘ অপারেশন টোয়াইলাইটের’ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
তিনি জানান, সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত আতিয়া মহলের ভেতের থাকা ৪ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছে। ভেতরে প্রচুর পরিমানে বিস্ফোরক থাকায় লাশগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
এর আগে গতকাল রাতে ব্রিফিংয়ে দুই জঙ্গির মৃত্যুর কথা নিশ্চিত করেছিল সেনাবাহিনী।
Read More News
ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল জানান, একটা রুমের ভেতরে ৪/৫ টা আইইডি রয়েছে। যা বিস্ফোরণ হলে বিল্ডিংয়ের অংশবিশেষ ধ্বংস হতে পারে। ভেতরের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এ অভিযানকে বাহিনীর জন্য একটি বড় সাফল্য উল্লেখ করে সেনাবাহিনীর এই কর্মকর্র্তা বলেন, অভিযান চলমান আছে। আরও কিছু সময় লাগবে। অপারেশন টোয়াইলাইট একটা প্রক্রিয়ার মাধ্যমে শেষ করা হবে বলেও জানান তিনি।