শততম টেস্টে রেকর্ড জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজ ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ।
শুধু তাই নয়, সিরিজে টাইগারদের পারফর্মমেন্সই ছিল নজরকাড়া। ঐতিহাসিক টেস্টে জয়ের নায়ক প্রথম ইনিংসে ৪৯ রানের পর শেষ ইনিংসে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলা টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
Read More News
এদিকে, ব্যাট-বলে দুর্দান্ত পারফর্মেন্সের জবাবে সিরিজ সেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে। দুই টেস্টের প্রথমটিতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয়টিতে ব্যাটে-বলের জ্বলে উঠেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই টেস্ট মিলিয়ে ৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৬২ রান।