চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ তিনজন। ‘অ্যাসল্ট ১৬’ নামে অভিযানে আজ বৃহস্পতিবার সকালে এসব হতাহতের ঘটনা ঘটে।
সকাল ১০টার পর অভিযান শেষ হয়। এতে নিহত চারজনের পরিচয় জানা যায়নি। তারা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।
আহত তিনজনের মধ্যে সোয়াটের দুজন রয়েছেন। অপরজন ফায়ার সার্ভিসের সদস্য বলে জানা গেছে। তাঁদের চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়ি থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। পরে বাড়িটিতে বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে।
Read More News
দুই তলাবিশিষ্ট ছায়ানীড় নামে বাড়িটিতে আটটি ফ্ল্যাট রয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।