আজ বুধবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন শত্রু বাহিনীর বিরুদ্ধে নির্মম হামলার জন্য তার সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
বার্ষিক এ সামরিক মহড়াকে কেন্দ্র করে বিভক্ত কোরীয় উপদ্বীপে বরাবরই উত্তেজনা বেড়ে যায়। তারপরও এ বছর উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো এবং মালয়েশিয়ায় কিম জং-উনের সৎভাই নিহত হওয়ার পরবর্তী প্রেক্ষাপটে ব্যাপকভাবে তাদের এ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
Read More News
কোরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র জানান, এবারের যৌথ এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গত বছরের মতোই। মহড়াটি কী রিজলভ অ্যান্ড ফোয়াল ঈগল নামে পরিচিত।
২০১৬ সালের সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিন লাখ এবং যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার সৈন্য অংশ নেয়। এর পাশাপাশি মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান কৌশলগতভাবে অংশ নেয়।
ওই মুখপাত্র জানান, ফোয়াল ঈগল মহড়ার জন্য তিন হাজার ৬শ’ সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে তিনি এ মহড়ায় অংশ নেয়া মোট সৈন্যের সংখ্যা বলতে অস্বীকৃতি জানান।