আমাদের করের অর্থে যুক্তরাষ্ট্র চলে ‘প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মতো দেশগুলোর করের অর্থে যুক্তরাষ্ট্র চলে।

আজ শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘ঢাকা অ্যাপারেল সামিট’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি এখন পোশাক শিল্প। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে এই খাত থেকে। ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে পোশাক খাতে যার ৮০ ভাগ-ই আবার নারী। সব মিলিয়ে প্রায় চার কোটিরও বেশি মানুষ এ শিল্পের ওপর পরোক্ষভাবে নির্ভরশীল।
Read More News

এই শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ খাতটিকে এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো ঢাকা অ্যাপারেল সামিটের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী পোশাক খাতের অগ্রগতিতে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে রপ্তানি পণ্য বহুমুখী করার তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *