সালমান খানের সঙ্গে ২০১৭ সালের এপ্রিল থেকে মে মাস ‘দা-বাং’ কনসার্ট করার জন্য লম্বা সফর শুরু করবেন বিপাশা।
অবশ্য সালমানের সঙ্গে এটাই বিপাশার প্রথম বিশ্বভ্রমণ নয়। বিপাশা বসু বলছিলেন, আমি খুবই উত্তেজিত, কারণ প্রায় ১৪ বছর পর আমি আবার তাঁর সঙ্গে কনসার্টে যোগ দিতে যাচ্ছি।
Read More News
আমার মনে আছে, ২০০৩ সালে আমি প্রথম সালমানের সঙ্গে বিশ্বভ্রমণে গিয়েছিলাম। সে সময় সরাসরি কনসার্ট মানে বিশাল ব্যাপার ছিল। বিপাশার মতে, নিজের ব্যক্তিগত শো বাদে এই ‘দা-বাং’ সফর তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় বড় কনসার্ট হতে যাচ্ছে।