৪৬ সিটিতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

আমেরিকানরা বিক্ষোভে ফেটে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সোমবার ২০ ফেব্রুয়ারি ছিল ‘প্রেসিডেন্ট ডে’, এই দিনটি উপলক্ষেও লাখো আমেরিকান রাজপথে নামেন ‘নট মাই প্রেসিডেন্ট’স ডে’ ব্যানারে।

নিউইয়র্কসহ ৪৬ সিটিতে একযোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে প্রধান কর্মসূচিতে অংশগ্রহণকারি অনেকের হাতেই ছিল ট্রাম্পকে অভিশংসনের পোস্টার। অর্থাৎ দায়িত্ব গ্রহণের ঠিক এক মাসের মাথায়ই এই প্রেসিডেন্টের ব্যাপারে অতীষ্ঠ হয়ে উঠেছেন আমেরিকানরা। এর আগের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি রবিবার নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিনব আরেকটি কর্মসূচি পালিত হয় ‘টু-ডে আই এ্যাম মুসলিম টু’ ব্যানারে।
Read More News

সমস্বরে স্লোগান উচ্চারিত হয়, ‘এভরি ডে আই এ্যাম মুসলিম-টুডে উই আর অ্যল মুসলিমস’, ‘আই হেভ ড্রিম অব এ সেইফ ওয়ার্ল্ড ফর ডাইভার্সিটি’, ‘স্প্রেড লাভ ইটস দ্য মুসলিম ডে’ ইত্যাদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষিত এ কর্মসূচিতে সকল ধর্ম-বর্ণ আর জাতিগোষ্ঠির আমেরিকানরা জড়ো হয়ে মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করে দৃপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন, এ দেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-জুইশ-মুসলমানের। আমরা সকলেই এদেশকে ভালোবাসি। কেউ আমাদের তাড়াতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *