অভিনয়ের পাশাপাশি আমির খান নিজের সর্বশেষ ‘দঙ্গল’ ছবিতেও কণ্ঠ দিয়েছেন। তার মেয়ে ইরারও গানের আগ্রহ ছোটবেলা থেকে। ইরা খান আমিরের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের দ্বিতীয় সন্তান। এবার ২০ বছর বয়সী ইরা কাজ শুরু করছে বলিউডের সঙ্গীতশিল্পী হিসেবে। বর্তমানে বলিউডের সঙ্গীত পরিচালক রাম সাম্পাতের কাছ থেকে শিখছেন ইরা।
Read More News
আমির খান প্রযোজিত ‘দিল্লি বেলি’ ও ‘তালাশ’ ছবিতে রাম সাম্পাত সঙ্গীত পরিচালনা করেছেন। আমির খানের উপস্থাপনায় ‘সত্যমেব জয়তে’ রিয়েলিটি শোতেও কাজ করেছেন তিনি।
মেয়ের এই সিদ্ধান্তে খুব খুশি আমির। তিনি বলেন, ছোটবেলা থেকেই ইরার সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। এখন ইরার লক্ষ্য, সঙ্গীত নিয়ে সৃজনশীল কিছু করার। তাই ওর প্রিয় সঙ্গীতকার রাম সাম্পাতের সঙ্গে কাজ করতে চায়। রাম সাম্পাতের সঙ্গে কাজ করলে ইরা সঙ্গীত সর্ম্পকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে।