বরিশাল নগরীর দক্ষিণাংশ অর্থাৎ বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা এবং বরগুনা মহাসড়কে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বরিশালের এই ৩ জেলার ৮টি রুটে বাস ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে।
পটুয়াখালী ও বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই ধর্মঘটের আহ্বান করে। আর বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতি এই ধর্মঘটে সমর্থন দেয়।
Read More News
এ কারণে বরিশাল থেকে বাউফল, পটুয়াখালী, আমতলী, কলাপাড়া, কুয়াকাটা এবং বরগুনাসহ ৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণের রুটগুলোতে কোন বাস ছাড়ছে না। একই ভাবে বরগুনা ও পটুয়াখালী বাস মালিক সমিতির কোন বাসও বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের দিকে আসছে না। আকস্মিক এই ধর্মঘটে ভোগান্তি বাড়ছে যাত্রীদের।