ঊর্মিলার যোগব্যায়াম

একসময়কার পর্দা কাঁপানো নায়িকা ঊর্মিলা মাতন্ডকর ইয়োগা করেন নিয়মিত। পূর্ণ উদ্যমে যোগব্যায়াম শিখছেন তিনি। বলিউড তারকাদের মাঝে ইয়োগা বা যোগব্যায়াম বেশ জনপ্রিয় একটি ব্যাপার।
তিব্বতে হিমালয়ের কোল ঘেঁষে প্যাংয়ং হ্রদের সামনে যোগব্যায়ামরত কিছু ছবি ঊর্মিলা নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন। গত ৪ ফেব্রুয়ারি ছিল ঊর্মিলার ৪৩তম জন্মদিন। জন্মদিন গোয়াতে উদযাপন করলেও এর আগের এক সপ্তাহ তিনি কাটান তিব্বতে। ব্যায়াম করার ছবিগুলো তখনই তোলা হয়। সেখানে ঊর্মিলা একা থাকলেও গোয়াতে ঠিকই উপস্থিত ছিলেন স্বামী মডেল ও শিল্পী মোহসিন আক্তার।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *