প্রথমবারের মতো ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের আহবান জানিয়ে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ প্রস্তাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বসতি নির্মাণ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।
সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া চেপে রাখেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গতকাল রোববার বড়দিনের দিনেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দানিয়েল শাপিরোকে তলব করা হয়। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভোটদানে বিরত থাকার প্রসঙ্গটি সম্পর্কে আলোচনা করেন।
Read More News
বিবিসি জানিয়েছে, এর আগে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হওয়া আরো ১০টি সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের প্রস্তাব পাস হওয়ার পর ডেকে পাঠায় এবং তাদের কঠোরভাবে তিরস্কার করে। এই ১০ দেশের তালিকায় রয়েছেন ফরাসি, ব্রিটিশ, রুশ, চীনা ও স্প্যানিশ রাষ্ট্রদূতও।
বড়দিনের দিনে ইসরায়েলের দিক থেকে এ ধরনের প্রতিক্রিয়া নজিরবিহীন। কিন্তু এ থেকে বোঝা যায়, ইসরায়েল কতটা ক্রুদ্ধ হয়েছে।