আবর্জনা বা বর্জ্য আমদানি করছে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ বলে পরিচিত সুইডেন। অন্য দেশের কাছে যা আবর্জনা, সুইডেনের কাছে তাই সম্পদ।
বাধ্য হয়েই ময়লা আমদানির জন্য পাশের দেশগুলোর কাছে হাত বাড়িয়েছে দেশটি। ময়লা-আবর্জনা নিয়ে সুইডেনবাসী খুবই সচেতন। দেশটির অধিবাসীরা তাদের বর্জ্যের প্রায় সবটুকুই নবায়ন করে ব্যবহার করে।
সুইডেনে প্রায় অর্ধেক বৈদ্যুতিক শক্তি উৎপাদন হয় নবায়নযোগ্য উৎস থেকে। আর এই খাতকে উৎসাহিত করতেই ১৯৯১ সালে জীবাশ্ম জ্বালানির ওপর উচ্চ হারে কর বসিয়েছিল দেশটি।
Read More News
নিজস্ব পদ্ধতিতে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনে সুইডেন বিশ্বে এক নম্বর। আর বিদ্যুৎ কেন্দ্রগুলোরও জ্বালানির অন্যতম উৎস এই বর্জ্য জ্বালানি।
বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ আবর্জনা পোড়ানোর দরকার, সেই পরিমাণ আবর্জনা সুইডেনে আর মিলছে না। তাই আবর্জনা-আমদানি করছে সুইডেন।