বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন জয়নাল আবেদিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Read More News
সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের বিষয়ে হলফনামা আকারে ব্যাখ্যা আদালতের কাছে জমা দেন।