সন্ত্রাসী গোষ্ঠী আইএস যোদ্ধারা সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখল করে নিয়েছে। প্রায় নয় মাস দখলে রাখার পর শহরটি হাতছাড়া হলো সিরিয়ার সরকারি বাহিনীর।
স্থানীয় সময় শনিবার পালমিরা শহরের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল দখলে নেয় আইএস।
Read More News
শনিবার বিকেলের দিকে পালমিরা শহরের উপকণ্ঠে সিরীয় বাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সেখান থেকে সিরীয় ও শিয়া বাহিনী সরে যেতে বাধ্য হয়।
শনিবার পূর্ব পালমিরায় একটি গাড়িবোমা হামলা হয়। আইএস যোদ্ধারাই ওই হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।