তুরস্কের ইস্তাম্বুলের স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৯ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এসব বিস্ফোরণ হয়।
তুরস্কের কর্মকর্তারা জানান, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়িবোমা কিংবা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচটি শেষ হওয়ার দুই ঘণ্টা পর বিস্ফোরণ হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়। তখনো অনেক দর্শক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন।
<Read More News
হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এ ঘট্নায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।