উত্তরার লা-বাম্বা রেস্টুরেন্ট সহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর উত্তরার চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এপিবিএন ৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Read More News

উত্তরার রবীন্দ্র সরণির ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে অবস্থিত লা-বাম্বা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীনকে এক লাখ টাকা জরিমানা, ১৩ নম্বর সেক্টরের ভাগ্যকুল মিন্টান্ন ভাণ্ডারকে খাবার পণ্যে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করায় ব্যবস্থাপক বিনয় রায়কে  ৫৫ হাজার টাকা জরিমানা, ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে অবস্থিত মেড মার্ট দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি ব্যবস্থাপক সৈয়দ মাহবুব আলমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই বাড়িতে অবস্থিত নবাবী সুইটসে মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য রাখায় ব্যবস্থাপক মো. শফিকুর রহমানকে ৩০ হাজার টাকা করে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *